খাদের কিনারে মুখোমুখি ইংল্যান্ড-উরুগুয়ে

খাদের কিনারে মুখোমুখি ইংল্যান্ড-উরুগুয়ে

বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথে’ নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও ইংল্যান্ড। প্রথম ম্যাচে হেরে উভয় দলই খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে। আজ হারলেই  বিদায় ঘটবে।image_87015_0

বাংলাদেশ সময় রাত একটায় নাতালের দাস দুনাস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে  মাছরাঙা টিভি ও গাজী টিভি।

উরুগুয়ের জন্য সুখবর হলো আজ দলে ফিরতে পারেন সেরা তারকা লুইস সুয়ারেজ। প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে ৩-১ হেরে যাওয়ায় আজ বড় জয়ই পেতে চাইবে উরুগুয়ে। কিন্তু কাজটা সহজ হবে না মোটেও।

প্রথম ম্যাচে ইতালির কাছে ২-১ গোলে হেরে একই সমীকরণে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড। আজ হারলেই বিদায় ঘটবে  ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের।

দুই দল এর আগে ১০ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। উরুগুয়ে জয় পেয়েছে চার ম্যাচে আর ইংল্যান্ডের জয় তিন ম্যাচে। অপর তিন ম্যাচ ড্র হয়েছে।

পরিসংখ্যান, ইতিহাস, শক্তিমত্তা যা-ই হোক, আজকের ডু অর ডাই ম্যাচ ‘ফাইট অর ফ্লাইট ফর ইংল্যান্ড-উরুগুয়ে।     -ওয়েবসাইট

খেলাধূলা