সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।
বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট পর অর্থ্যাৎ বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে সাত পয়েন্ট বেড়ে চার হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৩৩টির এবং অপরির্বতিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
অপরদিকে বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০ কোম্পানি হলো- লার্ফাজ সুরমা, এসিআই, বিএসআরএম স্টিল, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ইউসিবিএল, বিএসসিসিএল, গ্রামীণ ফোন ও লংকাবাংলা।
অন্যদিকে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৪০ পয়েন্টে অবস্থান করে।লেনদেন হয় ২৩৩ কোটি ৯১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ৩০ কোটি টাকা।