ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অংশ গ্রহণকারি কিংস ইলেভেন পাঞ্জাব দলের ২৩ শতাংশের স্বত্বাধিকারী বলিউড তারকা প্রীতি জিনতা এবং নেস ওয়াদিয়ার, এটা পুরনো খবর। নতুন খবর হলো, নেস ওয়াদিয়ারের সঙ্গে বিরোধের জের ধরে পুরো আইপিএলের সঙ্গেই ‘আড়ি’ দিতে চলেছেন প্রীতি জিনতা।
সম্প্রতি নেস ওয়াদিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন প্রীতি। কিন্তু পেছনের খবর হলো, অভিনেত্রী লিজা হেডনের সঙ্গে নেস ওয়াদিয়ারের ঘনিষ্ঠতা নিয়েই প্রীতির যত মাথা ব্যথ্যা। এদিকে নেস ওয়াদিয়ারের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর থেকেই আন্ডারওয়ার্ল্ড ডন পরিচয়ে প্রীতির পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। আর এতো সব যন্ত্রণা থেকে মুক্তি পেতেই কিংস ইলেভেন পাঞ্জাব দলের সঙ্গ ত্যাগ করতে চলেছেন প্রীতি।
মূলত, নেস ওয়াদিয়ারের সঙ্গে আর কাদা ছোড়াছুড়ি করতে চাইছেন না বলিউডের এই তারকা। তাই আইনি ঝামেলার বাইরে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া করেই ব্যাপারটা মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। বিষয়টা আরো সহজ করতে কিংস ইলেভেন পাঞ্জাব দলের ২৩ শতাংশ মালিকানা নেসকে দিয়ে দিতে চাচ্ছেন প্রীতি।
এদিকে, নেসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ প্রীতি এনেছেন তা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তদন্তে নেমে পুলিশ কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না। তাছাড়া বলিউডের কোনো তারকাও প্রীতির পাশে এসে দাঁড়ায়নি।