রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার হুমকি

রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞার হুমকি

ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতা বন্ধে রুশপন্তী বিচ্ছিন্নতাবাদীদের প্রভাবিত করতে ব্যর্থ হলে মস্কোকে চরম মূল্য দিতে হবে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকোর সঙ্গে বৈঠক করার সময় এভাবেই রাশিয়াকে হুমকি দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন।image_96576_0.gif

ইউক্রেনে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১৪৭ সেনা নিহত এবং আরো শত শত আহত হয়েছে।
হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট বিডেন অভিযোগ করে বলেন, রাশিয়া জঙ্গীদের সীমান্ত পাড়াপাড় এবং অস্ত্র সরবরাহ বন্ধে ব্যর্থ হয়েছে। তিনি মস্কোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া যদি জঙ্গিদের মদদ দেয়া অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র তার সহযোগী দেশগুলোকে নিয়ে তাদের বিরুদ্ধে আরো অবরোধ আরোপ করবে।
উল্লেখ্য, গত মার্চ মাসে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন তারা দেশটির জ্বালানি এবং খনির ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আলোচনা করতে আগামী ২৭ জুন বৈঠকে বসছেন ই ইউ’র নেতারা।
বাংলাদেশ