৬ষ্ঠ জাতীয় বিতর্ক উৎসব ২০১২ শুরু

‘যুক্তি হোক মুক্তির শুক্লপক্ষ’ স্লোগান সামনে রেখে শুরু হয়েছে দুই দিনব্যাপী জনতা ব্যাংক ৬ষ্ঠ ‘এনডিএফবিডি’ (ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল বাংলাদেশ) জাতীয় বিতর্ক উৎসব ২০১২।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এই বিতর্ক অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এনএম মেশকাত উদ্দিন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অ্যাডভান্স বাংলাদেশের চেয়ারম্যান মো. শফিকুল আহাদ ও টিম এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেস্টিভালের চেয়ারম্যান একেএম শোয়েব।

প্রধান অতিথির বক্তব্যে একে আজাদ চৌধুরী ন্যায় ও অন্যায়ের কথা বিতর্কের মাধ্যমে তুলে ধরে সমাজের মানুষকে সচেতন করার আহবান জানান।

তিনি আরও বলেন, ‘বিতর্ক যদি শুধু একটা আনুষ্ঠানিকতা হয়, তবে সে বিতর্ক জীবনে কোনো পরিবর্তন আনবে না। সত্য অন্বেষণে ভেতর থেকে চেষ্টা করলে বিতর্ক সফল হবে।’

তিনি এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের সকল স্থানে বিতর্ক অনুষ্ঠান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার সকাল ১০টায় একটি আনন্দ র‌্যালির মাধ্যমে শুরু হওয়া ২ দিনব্যাপী এ অনুষ্ঠান শনিবার সন্ধ্যা ৬টায় পুরুস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বাংলাদেশ