অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ মুরালিধরন

অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ মুরালিধরন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার কোচিং দলে যোগ দিলেন স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন৷image_86878_0

শ্রীলঙ্কার সাবেক এই কিংবদন্তী অফ-স্পিনার ইতোমধ্যেই অস্ট্রেলিয়া দলের প্রধান স্পিনার ন্যাথন লিয়নকে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট সেন্টারের স্পিন কোচিং করাতে ব্যস্ত ছিলেন৷ এবার আসন্ন পাকিস্তান সিরিজের জন্য গোটা দলের কোচিং সদস্যদের সঙ্গেই যুক্ত হলেন মুরালি৷

অজি দলের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করে তুলতেই মুরালিকে দলের সঙ্গে যুক্ত করার এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে৷

নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত মুরালিধরন বলেন, “আমি জানি অস্ট্রেলিয়া দারুণ একটা দল৷ আমার মনে হয় ওদেরকে আরও কিছুটা সাহায্য করতে পারব আমি, যাতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ভাল খেলতে পারে ওরা৷ আরব আমিরাতের মাঠ স্পিনারদের অনেকটাই সাহায্য করবে৷ তাই সেখানে অজি স্পিনারদের সফল হওয়ার কিছু টোটকা আমার জানা আছে৷ কারণ আরব আমিরাতে আমিও অনেক ম্যাচ খেলেছি৷”

পাশাপাশি পাক স্পিনার সাঈদ আজমলের প্রশংসা করে মুরালি আরও বলেন, “বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরাও আজমলকে খেলতে সমস্যায় পড়েন৷ ওর বোলিংয়ের ধরন অনেকটা আমারই মতো৷ তাই নেটে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের আমি বল করলে ওদের আজমলকে খেলার ব্যাপারে কিছুটা সাহায্য করতে পারব৷”       -ওয়েবসাইট

খেলাধূলা