ডিএসইতে লেনদেনের শুরুতে দাম বেড়েছে ৭৯ প্রতিষ্ঠানের

ডিএসইতে লেনদেনের শুরুতে দাম বেড়েছে ৭৯ প্রতিষ্ঠানের

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।image_86846_0

আজ লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট পর অর্থ্যাৎ বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ২৯টির এবং অপরির্বতিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

অপরদিকে বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- লার্ফাজ সুরমা, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, বেক্সিমকো, মিথুন নিটিং, আলহাজ্ব টেক্সটাইল, পেনিসুলার, ডেল্টা লাইফ, এবি ব্যাংক ও ইস্টার্ন হাউজিং।

অন্যদিকে, গতকাল মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে চার হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয়েছে ২৬৩ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ৫৬ কোটি টাকা।

অর্থ বাণিজ্য