প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি দেশকে পিছিয়ে নিতেই দক্ষ।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় এসে সাক্ষরতার হার বৃদ্ধি করেছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে তা কমিয়ে আনে। আবার ২০০৯ সালে ক্ষমতায় এসে এ হার আমরা আবারো বাড়িয়েছি।’
বুধবার সকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১৪ উদ্বোধন উপলক্ষে ব্ঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলন।
এসএসসি ও এইচএসসির ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পাশের দেশ ভারতে পাসের হার ৯৮ দশমিক ১ ভাগ। আমাদের দেশের ছেলেমেয়েরা কেন পারবে না। আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী।’
তিনি বলেন, ‘দক্ষতা নিয়ে বিদেশে গেলে অধিক অর্থ উপার্জন করতে পারবে। এজন্য আমরা সবাইকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি।’ তিনি বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।’