হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের সোনাসহ ৩ জনকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল সাড়ে ৯টায় তাদের আটক করা হয়। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপ পরিচালক উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ বিমানের আবুধাবী থেকে আগত একটি ফ্লাইট (বিজি-০০২৮) সকালে সিলেট হয়ে ঢাকা আসে। আটক যাত্রীরা সিলেট থেকে ঢাকায় আসছিলেন। তারা ডমেস্টিক ফ্লাইটের যাত্রী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া সোনার মূল্য পৌণে চার কোটি টাকা।