বিহারিদের সঙ্গে ফের সংঘর্ষ

বিহারিদের সঙ্গে ফের সংঘর্ষ

রাজধানীর মিরপুর ১১ নম্বরে বিহারিদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে দুইটা থেকে সোয়া দুইটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি।image_86741_0

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন-গুলিতে ১০ জন নিহত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিহারি ক্যাম্পের শতাধিক বাসিন্দা মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে মিরপুর ১১ নম্বরে আসেন। তারা সড়কে চলন্ত গাড়ি ও পার্ক করে রাখা ট্রাক-কাভার্ডভ্যানে ভাঙচুর চালান।

একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে বিহারিদের ধাওয়া করেন। এরপর দুই পক্ষে থেমে থেমে সংঘর্ষ চলে। উভয় পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে ধাওয়ার মুখে বিহারিরা চলে যেতে বাধ্য হন।

‘বিহারি’ হিসেবে পরিচিত আটকে পড়া পাকিস্তানিদের ওই ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে শনিবার বহিরাগত ও পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ক্যাম্পের আটটি ঘরে অগ্নিসংযোগ করা হলে ইয়াসিন আলীর পরিবারের নারী-শিশুসহ নয়জন সদস্য পুড়ে মারা যান এবং এক মেয়ে দগ্ধ হন। গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা কারচুপি-শ্রমিক মো. আজাদ। ওই ঘটনায় পল্লবী থানায় করা ছয়টি মামলায় মোট আসামি করা হয়েছে তিন হাজার ৭৫৪ জনকে। ছয়জনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।

বাংলাদেশ