তিন দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
সোমবার সকাল ৯টা ৫০মিনিটে একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হুন সেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে।
চুক্তি তিনটি হচ্ছে: উন্নয়ন এবং বিনিয়োগ সুরক্ষা, দুই দেশের মন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক এবং সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক। এছাড়া কৃষিখাতে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও রয়েছে।