কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ঢাকায়

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ঢাকায়

তিন দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

image_86532_0সোমবার সকাল ৯টা ৫০মিনিটে একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হুন সেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে।

চুক্তি তিনটি হচ্ছে: উন্নয়ন এবং বিনিয়োগ সুরক্ষা, দুই দেশের মন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক এবং সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক। এছাড়া কৃষিখাতে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও রয়েছে।

বাংলাদেশ