শাহজালালে দুই কোটি টাকার সোনা উদ্ধার

শাহজালালে দুই কোটি টাকার সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার ৩৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে।image_86551_0

সকাল নয়টার দিকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি বিমান থেকে চার কেজি ২০০ গ্রাম ওজনের সোনার বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। ক্রুদের সহায়তায় অভিযান চালিয়ে বিমানের একটি আসনের নিচে ও শৌচাগার থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি শুল্ক কর্তৃপক্ষ।

বাংলাদেশ