বিহারি ক্যাম্পে নিহত ১০ জনের দাফন সম্পন্ন

বিহারি ক্যাম্পে নিহত ১০ জনের দাফন সম্পন্ন

রাজধানীর মিরপুরে কুর্মিটোলা বিহারি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাতে জানাজা শেষে কালশী কবরস্থানে তাদের দাফন করা হয়।image_86520_0

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ পৌঁছে কুমির্টোলা বিহারি ক্যাম্পে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে ক্যাম্পের বাতাস। এ সময়, আটক সাতজনকে মুক্তি না দেয়া পর্যন্ত জানাজা ও দাফন হবে না বলে দাবি তোলে স্থানীয়রা। তারা স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লাহ ও জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেয়।

পরে কয়েক দফা আলোচনার পর, দাফনের সিদ্ধান্ত নেয় বিহারি ক্যাম্পের নেতারা।

বাংলাদেশ