রমজানে অফিস ৯টা থেকে সাড়ে তিনটা

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে তিনটা

পবিত্র রমজান মাসে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত সব প্রতিষ্ঠানে অফিসের সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। তবে নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।image_86563_0

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

এছাড়া মৃত্যুদণ্ডের বিধান রেখে বাংলাদেশ কোস্টগার্ড আইন ২০১৪ -এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কোস্টগার্ডরা বিদ্রোহ করতে পারবে না এমন বিধান যুক্ত করা হযেছে এই আইনে।

সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, আইনমন্ত্রীর নেতৃত্বে কয়েকজন সচিব এ আইনের খসড়াটি খতিয়ে দেখার পর আবারো ভোটিং সাপেক্ষে আইনটি অনুমোদন করা হবে।

বাংলাদেশ