বরিশাল-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

বরিশাল-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

রিশাল-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জেবুন্নেছা আফরোজ নৌকা প্রতীক এবং বিএনএফ প্রার্থী সাইফুল ইসলাম লিটন টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।image_86387_0

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনের ভোটার সংখ্যা তিন লাখ ৪২ হাজার ২২৮ জন।

১৫৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১০০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ২১ জন এবং ঝুঁকিবিহীন কেন্দ্রে ১৯ জন করে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। পাশপাশি ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬ প্লাটুন বিজিবি নির্বাচনে কাজ করবে।

গত ৯ এপ্রিল সাবেক সংসদ সদস্য শওকত হোসেন হিরনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

জেলা সংবাদ