বেসরকারিখাতের ব্যাংকগুলো জমিদার : গভর্নর

বেসরকারিখাতের ব্যাংকগুলো জমিদার : গভর্নর

Dr._Atiur_Rahman,_Governor_of_Bangladesh_Bankবেসরকারিখাতের ব্যাংকগুলোকে জমিদার উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, নতুন জমিদারদের (প্রাইভেট ব্যাংক) বলেছি সমাজের জন্য কিছু কর। ব্যাংকের একটি অংশ সমাজের জন্য ব্যয় কর। কারণ সমাজের খেটে খাওয়া মানুষের অর্থেই এই ব্যাংকগুলো গড়ে উঠেছে। এদের সেবায় কিছু করতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে ইয়ূথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত ‘ইয়ূথ লিডারশিপ সামিট ২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, জিডিপির হার বাড়াতে ব্যাংকগুলো কাজ করছে। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন আগের চেয়ে অনেক বেশি সেবাবান্ধব হয়েছে। এর ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীরাও ব্যাংকিং সেবা পাচ্ছে।

সমাবেশে যুবকদের উদ্দেশে বলেন, ‘একা মানে এক টুকরো। একা কাজ করার চেয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হয়। আমরা ঐক্যবদ্ধভাবে বড় বড় অর্জনগুলো ছিনিয়ে এনেছি। সবাই যদি একত্রিত হই তবেই দেশ থেকে দারিদ্র্য নামক ভূতটাকে তাড়াতে পারব।’ তিনি বলেন, দেশে সমস্যা থাকবেই, সেই সংকটকাল পার হয়ে কিভাবে সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সম্ভব হয় সে লক্ষ্যে কাজ করতে হবে।

ইয়ূথ লিডারশিপ গঠনে বাংলাদেশ ব্যাংক সোশ্যাল সাপোর্ট করবে মন্তব্য করে তিনি বলেন, একটি সত্যিকারের নেতার নেতৃত্বই সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে অনেক তরুণ প্রবেশ করছে উল্লে¬খ করে তিনি বলেন, এসব তরুণরা কর্মদক্ষতা দিয়ে ভালো করবে। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ২০ টি দেশের ইয়ূথরাসহ বাংলাদেশ ইয়ূথ লিডারশিপ সেন্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অন্যান্য অর্থ বাণিজ্য জেলা সংবাদ বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি শীর্ষ খবর