‘চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হয়েছে’

‘চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হয়েছে’

pm.chi.nপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন সফরে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক দিক দিয়ে সার্বিকভাবে এই সফর সফল হয়েছে। আজ শনিবার গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, চীন ও বাংলাদেশ মধ্যে ২০ দফা ইস্তেহার ও ৬টি দলিল সই হয়।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। এই লক্ষ্য অর্জনে চীনের কাছে সহযোগিতা চেয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, চীন সফরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি নিয়ে আলোচনা করা হয়েছে ।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে আমার সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি হল-সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। জনগণের কল্যাণে যা প্রয়োজন তাই করবে সরকার।

অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আমাকে একদিকে রিমান্ডে নিতে চাচ্ছে, আবার অন্যদিকে সংলাপ চাচ্ছে। আগে ঠিক করুক কি করবেন তারা।

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক জেলা সংবাদ বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি রাজনীতি শীর্ষ খবর