বলিভিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

বলিভিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

presidentরাষ্ট্রপতি আব্দুল হামিদ বলিভিয়া ও যুক্তরাষ্ট্রে ১০ দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন। সকাল ১০টা ২০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলিভিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। খবর : বাসসের।

অর্থমন্ত্রী এএমএ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিনবাহিনীর প্রধানগণ এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি আগামী ১৩ জুন বলিভিয়ার বাণিজ্যিক রাজ্য সান্তাক্রুজে পৌঁছাবেন এবং পরের দিন তিনি জি-৭৭ গ্রুপের দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

আগামী ১৫ জুন রাষ্ট্রপতি হামিদ জি-৭৭ গ্রুপের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে সম্মেলনে ভাষণ দেবেন।

বলিভিয়া বর্তমানে জি-৭৭ গ্রুপের সভাপতি দেশ এবং এই সংগঠন এ বছর ৫০তম বার্ষিকী পালন করছে। খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন এবং পৃথিবী রক্ষার টেকসই উপায় উদ্ভাবন এ সম্মেলনের এজেন্ডা। শীর্ষ সম্মেলনের পর রাষ্ট্রপতি বলিভিয়া ত্যাগ করবেন এবং আগামী ১৬ জুন নিউইয়র্ক পৌঁছাবেন।

যুুক্তরাষ্ট্র সফরকালে রাষ্ট্রপতি হামিদ নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় পরিদর্শন করবেন এবং আগামী ১৯ জুন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন।

তার আগে রাষ্ট্রপতি আগামী ১৭ জুন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

নিউইয়র্কে কিশোরগঞ্জ সমিতি আগামী ১৮ জুন রাষ্ট্রপতি হামিদকে সংবর্ধনা প্রদান করবে।

রাষ্ট্রপতি আগামী ২১ জুন নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২২ জুন সন্ধ্যায় দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

অন্যান্য আন্তর্জাতিক বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর