ঝিনাইদহে ‘ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তা এবং ব্যাংক সমন্বয়’ সভা

ঝিনাইদহে ‘ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তা এবং ব্যাংক সমন্বয়’ সভা

ঝিনাইদহে ‘ক্ষুদ্র- মাঝারি উদ্যোক্তা এবং ব্যাংক সমন্বয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্থানীয় ডা. কে আহাম্মদ কমিউনিটি হলে বুধবার এই সভা আয়োজন করে।
image_86012_0
ঝিনাইদহ চেম্বারের সভাপতি মীর নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মহা-ব্যবস্থাপক সুকমল সিনহা চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন খান, ঝিনাইদহ চেম্বারের সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, ঝিনাইদহ বিসিক-এর ভারপ্রাপ্ত ডিএম সেলিনা রহমান মিনা।

আরো বক্তব্য দেন এইড’র চেয়ারপার্সন তরিকুল ইসলাম পলাশ, সৃজনী’র নির্বাহী পরিচালক হারুন আর রশিদ, শিল্প উদ্যোক্তা বকুল হোসেন, নাজিম উদ্দিন জুলিয়াস, নাজমুল হাসান রিগান, শাপলা ইসলাম প্রমূখ। ঝিনাইদহ মডার্ন ফার্মাসিটিকালের সাবেক জিএম হাফিজুর রহমান অনুষ্ঠান সঞ্চালন করেন।

এই মতবিনিময় সভায় বিভিন্ন ব্যাংকের পদস্থ কর্মকর্তা, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই শতাধিক শিল্প উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

জেলা সংবাদ