ময়মনসিংহের গফরগাঁও পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই ছিনতাইকারীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে গফরগাঁও রেলওয়ে রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে।বুধবার রাতে গফরগাঁও আন্তঃনগর ট্রেনে ছিনতাইয়ের সময় পাঁচজনকে গ্রেফতার করে রেল পুলিশ ফাঁড়িতে রাখা হয়।তাদের মধ্যে থেকে দুইজনকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গফরগাঁও থানা ও রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস গফরগাঁও রেলস্টেশনে দাঁড়ানো অবস্থায় রাত ৮টা ৪০মিনিটে ‘ছ’ কোচে একদল ছিনতাইকারী যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল, নগদ টাকা-পয়সা, মোবাইল ফোন ইত্যাদি ছিনিয়ে নেয়ার সময় কৌশলে এক যাত্রী থানায় পুলিশে ফোন করে। পরে পুলিশ গিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।
গফরগাঁও রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা অপর একটি ট্রেনের ক্রসিংয়ের জন্য অপেক্ষমাণ আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ছেড়ে যেতে বিলম্ব হচ্ছিল। এছাড়া ওই কোচে ইলেকট্রিক বাতি ছিল না। দুর্বৃত্তরা এই সুযোগে গণছিনতাইয়ের চেষ্টা চালায়।
গফরগাঁও থানার হাবিলদার হান্নান মিয়া এ সময় শাকিল (১৯), কবীর (১৭), আমিনুল (১৮), মনা (১৯), হুমায়ুন (১৮) এই পাঁচজনকে গ্রেফতার করে জিআরপি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
ঘটনার দশ মিনিটের মধ্যে ছিনতাইকারী চক্রের অপর সদস্যরা সংঘবদ্ধ হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের শাকিল ও ষোলহাসিয়া গ্রামের কবীরকে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস আই ইদ্রিস মিয়া ও দুই পুলিশকে মারধর করে ছিনিয়ে নিয়ে যায়।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই ইদ্রীস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।