রাঙামাটিতে ইউনাইটেড ডেমোক্রেটিত ফ্রন্ট ইউপিডিএফ এর দুই কর্মীকে ব্রাশ ফায়ারে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নানিয়ারচর উপজেলাধীন আঠারো মাইলের বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
ইউপিডিএফ নেতা বাবলু চাকমা এই ঘটনার কথা স্বীকার করেছেন। নিহতরা হলেন সত্যব্রত চাকমা (২৭) ও বিজু (৩২)।
বাবলু চাকমা দাবি করেন, নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া এলাকার জেএসএস নেতা উত্তম চাকমার নেতৃত্বে একদল অস্ত্রধারী এই ঘটনা ঘটায়।
তিনি এই ঘটনার জন্য সন্তু লারমা ও এমপি উষাতন তালুকদারকে দায়ী করেছেন।
ইউপিডিএফ দাবি করেছে তাদের একটি কর্মসূচিতে যাওয়ার সময় এই দুই কর্মীকে ধরে নিয়ে যায় জেএসএসের অস্ত্রধারী সন্ত্রাসীরা।
নানিয়ারচর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আওয়াল বলেন, আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলের দিকে যাচ্ছি, বিস্তারিত পরে বলা যাবে।