ডিবি পুলিশ পরিচয়ে বিকাশের দুই কর্মীর কাছ থেকে ২৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ঝালকাঠিতে কোম্পানিটির সবধরনের লেনদেন বন্ধ রয়েছে।
বুধবার সকাল থেকে বিকাশের লেনদেন বন্ধ থাকায় হাজার হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, ঝালকাঠি জেলায় ৬৮৭ জন এজেন্ট রয়েছে। প্রতিদিন গড়ে ৮৫ থেকে ৯০ লাখ টাকা লেনদেন হয়। যেখান থেকে প্রায় ১০ হাজার গ্রাহক বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে।
সকাল থেকে লেনদেন বন্ধ থাকায় অনেকেই বরিশাল গিয়ে বিকাশ থেকে টাকা উঠিয়েছে।
বিকাশের ডিস্ট্রিবিউশন ম্যানেজার তৈয়মুল ইসলাম সুমন জানিয়েছেন, প্রশাসনিক কাজের জন্য সাময়িক সময়ের জন্য বিকাশের লেনদেন বন্ধ রয়েছে। দ্রুত বিকাশের লেনদেন চালু করা হবে।
এদিকে গত মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশের দুই কর্মীর কাছ থেকে ২৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় সরদার কবির আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ঝালকাঠি সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন, সদর থানা পরিদর্শক (ওসি) শীল মনি চাকমা।