বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ি প্রস্তুতকারক জার্মান প্রতিষ্ঠান ডেইমলারের ভারতীয় শাখা প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে প্রবেশ করছে। বাংলাদেশি বাজারে জায়গা করে নেয়ার প্রথম ধাপ হিসেবে প্রতিষ্ঠানটি ভারতে তাদের নির্মিত ফুসো ট্রাক এদেশের বাজারে বিক্রির জন্য ছাড়বে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের বাণিজ্য সম্প্রসারণের জন্য ষষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিল প্রতিষ্ঠানটি।
জার্মানির স্টাটগার্টভিত্তিক প্রতিষ্ঠান ডেইমলার এজির ভারতীয় সংগঠন ডেইমলার ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকেল (ডিআইসিভি) আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি কৌশলী পদক্ষেপ হিসেবে বাংলাদেশের বাজারে ফুসো ট্রাক সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে এবং পুরো কাজটি সম্পাদন করছেন ডেইমলার গ্রুপ কোম্পানি ও মিতসুবিশি ফুসো ট্রাক অ্যান্ড বাস করপোরেশনের যৌথ সহযোগিতায়। ২০১৩ সালের মে মাস থেকে ফুসো ট্রাক রফতানি করতে শুরু করে ডিআইসিভি।
প্রতিষ্ঠানটির একটি বিবৃতিতে বলা হয়, “ফুসো ট্রাকের জন্য বাজার হিসেবে বাংলাদেশ এশিয়ার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ নির্ভরযোগ্য ও শক্তিশালী ট্রাকের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য ট্রাকগুলোর জন্য বিশেষভাবে উন্নত নকশা করা হয়েছে।”
বাংলাদেশে বিশেষ সরবরাহকারী হিসেবে স্বীকৃত র্যাংগস মোটরস্ লিমিটেডের মাধ্যমে বাংলাদেশের বাজারে ট্রাক সরবরাহ করবে ডেইমলার ইন্ডিয়া।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য চেন্নাইয়ের কাছে অবস্থিত ওরাগাদমে ফুসো ট্রাক নির্মাণের কারখানা স্থাপন করেছে ডেইমলার। প্রায় চারশ’ একরের জমিতে ওই কারখানা স্থাপন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করেছে প্রায় সাড়ে চার হাজার কোটি ভারতীয় রুপি।
বর্তমানে কেনিয়া, শ্রীলংকা, জাম্বিয়া, তানজানিয়া ও জিম্বাবুয়েতে ফুসো ট্রাক রফতানি করছে ডেইমলার এবং চলতি বছরে প্রতিষ্ঠানটি এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে তাদের বাজার সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের প্রথম ধাপ হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছে ডেইমলার। সূত্র ইকোনমিক টাইমস্।