সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করতে অতিদ্রুত সংলাপের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।একই সঙ্গে তিনি সংলাপ না হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার সকালে শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন।
‘২০১৯ সালের আগে সংলাপ নয়’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের আহ্বানের জবাবে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা ফখরুলের কাছে বক্তব্য জানতে চান। জবাবে তিনি বলেন, “নির্বাচনের আগে আওয়ামী লীগ এমন কথা বলছিল। পরে অস্কার ফার্নান্দেজ তারানকোর সফরের পর তারা (আও্য়ামী লীগ) দুই দফা সংলাপে বসে। যদিও তা ফলপ্রসূ হয়নি।”
আওয়ামী লীগের এই ধরনের বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, “দেশের চলমান সংকট উত্তরণে একমাত্র উপায় হলো সংলাপ।”
সংলাপের ইস্যু কি হবে- জানতে চাইলে তিনি বলেন, “সব দলের অংশগ্রহনে নির্বাচন নিশ্চিত করতে সংলাপ করতে হবে।”
অতিদ্রুত সংলাপের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “অন্যথায় আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।”
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।