প্রায় ১০ দিন পর রাজধানীতে দেখা মিলল স্বস্তির বৃষ্টির। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীতে মাঝারি বৃষ্টি হয়। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে।
গত কয়েক দিনের ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত নগরজীবন। তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও জলীয়বাস্পের কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। এ অবস্থায় বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবারের পর থেকে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সপ্তাহজুড়ে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।