রাজধানীতে ফরমালিনবিরোধী অভিযান শুরু হচ্ছে রাতে

রাজধানীতে ফরমালিনবিরোধী অভিযান শুরু হচ্ছে রাতে

রাজধানীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফলের প্রবেশ ঠেকাতে বুধবার রাত থেকেই শুরু হচ্ছে অভিযান। নগরীর আটটি প্রবেশমুখে চৌকি বসিয়ে চালানো হবে তল্লাশি। ক্ষতিকর ফল ধ্বংস করার পাশাপাশি থাকবে জরিমানাসহ তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা।image_85856_0

রাজধানীবাসীর জন্য বিষমুক্ত ফল নিশ্চিত করতে শুরু হচ্ছে এই অভিযান। ফলের চালান আসে এমন আটটি প্রবেশ-মুখে রাতে বসানো হচ্ছে তল্লাশি চৌকি। অভিযানে পুলিশকে সব ধরনের সহায়তা দেবে প্রশাসন ও বিএসটিআই। তল্লাশিকালে কোনো গাড়িতে ফলে নিষিদ্ধ রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেলে, সেখানেই তা ধ্বংস করা হবে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে গাড়ির চালকসহ জড়িত সবার বিরুদ্ধে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের দুই লাখ টাকা জরিমানা ও দুই বছর পর্যন্ত কারাদণ্ড দেয়ার ক্ষমতা রয়েছে। প্রচলিত আইনে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, ২০১৩ সালে বিশুদ্ধ খাদ্য আইনে খাদ্যদ্রব্য ভেজাল দেয়ার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।

সাধারণত রাতেই রাজধানীতে প্রবেশ করে ফলের বড় চালান। তাই আপাতত রাতে সীমাবদ্ধ থাকলেও প্রয়োজনে অভিযানের সময়সূচি দিনেও নির্ধারণ করা হতে পারে জানান তিনি।

বাংলাদেশ