ইরানের দাপ্তরিক সূত্রে জানা গেছে, পরমাণু ইস্যুতে পশ্চিমের সঙ্গে আলাপ আরও ৬ মাস দীর্ঘায়িত হতে পারে। জুলাই নাগাদ ‘লক্ষ্য’ অর্জিত না হলে এ দীর্ঘায়ন ঘটবে।
ইরানের পরমাণু কর্মসূচিতে পশ্চিমা শক্তি কৃর্তক আরোপিত অবরোধ তুলে নেয়ার বিপরীতে উভয় দেশের শর্তসমূহ চলতি জুলাই মাসের ২০ তারিখ নাগাদ সম্পন্ন না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এ অবস্থায় এ ইস্যুতে আরও আলাপের জন্যে মূল কার্যে ‘স্থবিরতা’ বিরাজ করতে পারে আগামী আরও ৬ মাস। এবং আশা করা হবে ঐ সময়সীমার মধ্যে দুই পক্ষই অভিষ্ট লক্ষ্য অর্জনে সমর্থ হবে। ইরানের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে আয়োজিত এক সম্মেলনে ইরানের মুখপাত্র পররাষ্ট্র উপসচিব আব্বাস আরাকচি লক্ষ্যমাত্রা অর্জন ছাড়াই সময়সীমা পেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
আলোচনায় উভয়পক্ষের কাছ থেকেই একই অভিযোগ উঠে আসে। উভয়ই উভয়ের কাছে ‘বড় বেশি’ চাইছে। বিগত মে মাসে চার মাস ধরে চলে আসা এ সংকট বিশেষ ঘনীভূত হয়েছে।
এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র মেরি হার্ফ, পররাষ্ট্র উপসচিব বিল বার্নস, সহকারী সচিব উইন্ডি শারমেনসহ ইউরোপীয় ইউনিয়নের বক্তরা মত প্রকাশ করেন সাধারণ নাগরিক প্রয়োজনেরও উর্ধ্বে পরমাণু কর্মসূচি চালাতে চাইছে ইরান, যা আব্বাস আরাকচি অস্বীকার করেছেন।