আর দুই দিন বাকি। এরপরই বিশ্বকাপ ফুটবলেল ময়দানি লড়াই শুরু হবে।
যখন ফুটবলের অনাবিল আনন্দে নেচে উঠবে সাম্বার দেশ ব্রাজিল। আর ঘরের মাঠে প্রথমবার ট্রফি জিততে মরিয়া পেলের দেশও। বৃহস্পতিবার সাও পাওলোযর উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামছে ব্রাজিল। চূড়ান্ত প্রস্তুতিতে অস্ত্রে শাণ দিতে ব্যস্ত লুইস ফিলিপ স্কলারির দল। হেক্সা মিশনে অনুশীলনে মগ্ন নেইমাররাও। ৬৪ বছর পর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জয়ের প্রত্যয়ে ঘাম ঝরাচ্ছেন স্কলারির ছেলেরা।
এই অনুশীলনেই ঘটলো মজার একটি ঘটনা। প্রিয় খেলোয়াড়দের অনুশীলন দেখতে তখন মাঠে ভিড় জমিয়েছেন সমর্থকরা। নিরাপত্তার ঘেরা টোপ পেরিয়ে হঠাৎই এক ক্ষুদে সমর্থক নেইমারদের ছবি তুলতে মাঠে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা দ্রুত শিশুটিকে ধরে বাইরে বের করার চেষ্টা করেন। তখনই মাঠ থেকে খেলোয়াড়ের ডাক শুনতে পেয়ে ঘুরে তাকান নিরাপত্তারক্ষীরা।
তাকিয়ে দেখেন শিশুটিকে দাঁড় করাতে বলছেন নেইমার স্বয়ং। কিংকর্তব্যবিমূঢ় হয়ে নিরাপত্তারক্ষীরা কয়েক মূহূর্ত দাঁড়িয়ে ছিলেন। দ্রুত এসে শিশুটিকে নিয়ে মাঠে ঢুকে গেলেন নেইমার। বাকিটা অপ্রত্যাশিত। নিজে ক্যামেরা হাতে তুলে নিয়ে সতীর্থদের সঙ্গে শিশুটিকে দাঁড় করিয়ে একের পর এক ফ্লাশ করতে লাগলেন। অভাবনীয় হলেও পূরণ হলো শিশুটির আশা। কিন্তু এভাবেই কি দেশবাসীর আশাপূরণ করতে পারবেন নেইমার ? উত্তরের জন্য অপেক্ষা আর এক মাস।