বিশ্বের প্রবীণতম পুরুষের মৃত্যু

বিশ্বের প্রবীণতম পুরুষের মৃত্যু

emichবিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ আলেঙান্ডার ইমিচের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ১১১ বছর। রবিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল ৯.০৩-এ তার এপার্টমেন্টে তিনি মারা যান বলে তার বন্ধু মাইকেল ম্যানিয়ন ও ত্রিশ করবেট জানিয়েছেন।

ইতালির অরটুরো লিক্যাটা তার ১১২তম জন্মদিনের আগে মারা যাওয়ার পর ইমিচ বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষের পরিচিতি লাভ করেন বলে জেরোনটোলজি রিসার্চ গ্রুপ জানিয়েছে।

ইমিচ যদিও বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ছিলেন, তবে বর্তমানে অন্তত ৬৬ জন নারী রয়েছেন যাদের বয়স তার চেয়ে বেশি। আর বর্তমানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হচ্ছেন এক নারী। তিনি হলেন মিসাও ওকাওয়া। তার বয়স ১১৬ বছর।

১৯০৩ সালে ইরমিচ পোল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ওই বছরেই রাইট ভ্রাতৃদ্বয় তাদের আবিষ্কৃত বিমানের প্রথম সফল উড্ডয়ন করেছিলেন।

তিনি জানিয়েছেন, তার দীর্ঘায়ূ লাভের নেপথ্যে ছিল অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকা এবং খেলাধুলা করা।

অবশ্য তিনি ‘ভালো জিনের’ও অধিকারী ছিলেন। তার বাবাও ৯০ বছরের বেশি বেঁচেছিলেন। তবে ইমিচ ছিলেন নিঃসন্তান। পোল্যান্ডে জন্মগ্রহণ করলেও ১৯৫১ সালে তিনি সস্ত্রীক যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

মিসাও ওকাওয়া। বয়স ১১৬ বছর। তিনিই এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ ও নারী।

সূত্র : ডেইলি মেইল।

আন্তর্জাতিক