সিএনজি অটোরিকশা মালিকদের ডাকা ধর্মঘট ২১ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ নেতারা সোমবার ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেন।
এর আগে তারা গত ২৮ মে সাত দিনের মধ্যে তাদের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাসে ৯ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল সিএনজিচালিত অটোরিকশা মালিকরা।
সোমবার রাজধানীর এলেনবাড়ীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ধর্মঘট স্থগিতের সময় বাড়িয়ে ২১ জুন পর্যন্ত করা হয়। এর মধ্যে অটোরিকশার মেয়াদ শর্তহীনভাবে চার বছর বাড়ানো না হলে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত আবারও ধর্মঘট পালন করবে তারা।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ বুলু বলেন, বৈঠকে কর্মকর্তাদের দাবি পূরণের আশ্বাস পেয়ে সিএনজি ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২১ জুনের মধ্যে শর্তহীনভাবে দাবি পূরণ করা না হলে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।
৩ দফা দাবিতে গত ২৪ মে ধর্মঘটের ডাক দেয় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।
দাবির মধ্যে রয়েছে- বুয়েটের শর্ত ও মন্ত্রণালয় দ্বারা গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী সিএনজি অটোরিকশার ইকোনমিক লাইফ ১১ বছর হতে ১৫ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি।