করাচি বিমানবন্দরে হামলার দায় স্বীকার তালেবানের

করাচি বিমানবন্দরে হামলার দায় স্বীকার তালেবানের

karachiপাকিস্তানের বন্দরশহর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আক্রমণের দায় স্বীকার করেছে তালেবান।  দেশের ব্যস্ততম ওই বিমানবন্দরে তারাই হামলা চালিয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-এ-তালিবান পাকিস্তান (টিটিপি) । তবে কী কারণে তারা এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এদিকে, করাচি বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি আক্রমণে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮। এর মধ্যে ১০ জন জঙ্গি। রোববার মধ্যরাতে নিরাপত্তার ঘেরাটোপে থাকা বিমানবন্দরের পুরনো অংশে নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশে জঙ্গিরা ঢুকে পড়ে। মাঝে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার দুপুরে ফের দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবর, হামলাকারীরা বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়ে হামলা চালায়।  বিমানবন্দর এলাকায় এখনো গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। সূত্র: দ্য ডন।

আন্তর্জাতিক