ব্রাজিল পৌঁছেছে চ্যাম্পিয়নরা

ব্রাজিল পৌঁছেছে চ্যাম্পিয়নরা

spen_jarman১৯৩৪ সালের পর ১৯৩৮ বিশ্বকাপেও চ্যাম্পিয়ন ইতালি। সেই ত্রিশ দশকে ইতালির পর টানা দুবার বিশ্বকাপ জিততে পারেনি ইউরোপের কোনো দল। এবার ব্রাজিলে ইতালির পাশে বসার চ্যালেঞ্জ নিয়ে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। রবিবার স্থানীয় সময় বিকেলে ব্রাজিলে পৌঁছে তারা।

ব্রাজিলে নেমেই কোচ ভিসেন্তে দেল বস্কে জানিয়েছেন শিরোপা ধরে রাখার প্রত্যয়, ‘আমরা শিরোপা জিততেই এসেছি ব্রাজিলে। কনফেডারেশনস কাপের ফাইনালের ব্যর্থতা মেটাতে চাই এবার।’

ব্রাজিল পৌঁছে গেছে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিও। জার্মানদের সঙ্গে ব্রজিলে পৌঁছেছে ১৯৬৬’র চ্যাম্পিয়ন ইংল্যান্ডসহ বেশ কিছু দল। বিশ্বকাপেরই বাকি আর তিনদিন। তাই আজকালের মধ্যে ৩২ দলের সবাই পৌঁছে যাবে ফুটবল তীথের্র দেশ ব্রাজিলে।

খেলাধূলা