অ্যাঞ্জেলিনা জোলির পাঁচ পুরুষ

অ্যাঞ্জেলিনা জোলির পাঁচ পুরুষ

joli40আলোচনা কিংবা সমালোচনা থেকে কখনোই দূরে থাকেন না অ্যাঞ্জেলিনা জোলি। এবার আলোচনার বিষয় জোলির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ পুরুষ। এরা হলেন- জন ভয়েট, জেমস হ্যাভেন, জনি লি মিলার, বিলি বব থর্নটন, ব্র্যাড পিট।

হলিউডে জোলির প্রথম পদক্ষেপের পিছনে নিঃসন্দেহে বিরাট ভূমিকা ছিল তার বাবা বাবা জন ভয়েটের যিনি হলিউডের নামকরা অভিনেতা। ‘ইউ টার্ন’ থেকে ‘ডেলিভারেন্স’ ছোট কিংবা বড়, যে কোনও ধরনের ক্যারেকটার রোলেই ভয়েট অনবদ্য। এমনকি ‘অ্যানাকনডা’ ছবিতেও প্রশংসিত তার অভিনয়।

জেমস হ্যাভেন ভয়েট। জোলির ভাই। ‘গার্ল, ইন্টারাপটেড’ ছবির জন্য অস্কার নিতে তারা দু’জন এসেছিলেন হ্যান্ডকাফ বেঁধে।

 জোলির প্রথম স্বামী জনি লি মিলার ছোটখাটো চরিত্রে অভিনয় করে খুব বেশি লাইমলাইটে আসতে পারেননি। তবে সমপ্রতি তিনি আলোচিত হয়েছেন ‘এলিমেন্টারি’তে অভিনয় করে। ‘হ্যাকারস’ ছবিতে অভিনয়ের সময় জোলির সঙ্গে তার প্রেম, তারপর বিয়ে।

১৯৯৯ সালে মিলারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ‘পুশিং টিন’ ছবিতে কাজ করার সময় থর্নটনের সঙ্গে প্রেম জোলির। ২০০০ সালে বিয়ে আর তারপর ২০০৩-এ বিবাহবিচ্ছেদ।

‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ করার সময় থেকেই ব্র্যাড পিটের সঙ্গে জোলির প্রেম। তবে এখনো তারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হননি। ইতোমধ্যে বেশ কিছু শিশু দত্তক নিয়েছেন দু’জনে।

বিনোদন