জমি দখল করতে গিয়ে ২ র‌্যাবসহ আটক ৫

জমি দখল করতে গিয়ে ২ র‌্যাবসহ আটক ৫

rab4রাজধানীর উত্তরায় জমি দখলে সহায়তা করতে গিয়ে দুই র‌্যাব সদস্যসহ ৫ জনকে আটক করেছে উত্তরখান থানা পুলিশ। আটককৃত দুই র‌্যাব সদস্য হলেন- আবদুল্লাহ আল মাহমুদ ও মিজানুর রহমান। তারা কুর্মিটোলার র‌্যাব সদর দপ্তরের কর্মরত বলে পুলিশকে জানিয়েছে।

উত্তরখান থানার ওসি ইউনুছ আলী গণমাধ্যমকে জানান, ওই দুই র‌্যাব সদস্যসহ ৫ জনের একটি দল বিকালে উত্তরখানের ফৌজির বাগান এলাকায় গিয়ে দেড় বিঘা আয়তনের একটি জমি দখলের চেষ্টা করে। তখন স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ দখলের চেষ্টাকারীদের আটক করে থানায় নিয়ে আসে।

সদর দপ্তরে কর্মরত ওই দুই র‌্যাব সদস্যর পরিচয়পত্রে এসআই পদ লেখা রয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ গণমাধ্যমকে জানান, আটককৃতরা জমি দখলের চেষ্টার পাশাপাশি ভাঙচুর ও হামলাও করেছে। তবে এরা আসলেই র‌্যাব সদস্য কীনা সে ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

অন্যান্য