ভারতে বিজেপির নেতাকে গুলি করে হত্যা

ভারতে বিজেপির নেতাকে গুলি করে হত্যা

bjpভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বিজয় পণ্ডিতকে (৩৭) গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীর। তিনি উত্তর প্রদেশের দাদরি নগর জেলার বিজেপির সাবেক সহ-সভাপতি ছিলেন। তার স্ত্রী গীতা পণ্ডিত দাদরি নগরের পঞ্চায়েতের সভাপতি।

স্থানীয় সময় শনিবার রাতে বাড়ি ফেরার পথে দাদরি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনার পর স্থানীয় জনতা গাড়ি ভাংচুর এবং গুলিবর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েক দফা ফাঁকা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে বিজয় পণ্ডিত ব্রহ্মপুরি এলাকায় তার ভাইয়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে ৪ অজ্ঞাত দুর্বৃত্ত তার কপাল ও মুখে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় গ্রামবাসী ও বিজেপির কর্মীরা গুরুতর আহত বিজয়কে উদ্ধার করে দাদরি মোহন স্বরূপ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গাজিবাদ যশোদা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে বিজয়কে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দাদরি পুলিশ স্টেশনের কাছে ১৬টি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিভিন্ন যানবাহন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ।

আন্তর্জাতিক