অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রস্তাবকে ইন্টারেস্টিং ও পজিটিভ বলে মত দিয়েছেন সফররত ইউইউ প্রতিনিধি দলের প্রধান জঁ ল্যামবার্ট।
পাঁচ দিনের ঢাকা সফরের শেষ দিনে হোটেল রূপসীবাংলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ল্যামবার্ট বলেন, প্রস্তাবটি দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে ইতিবাচকই মনে হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের কোনো ভোট নেই তবে ইউনিয়নের অনেক সদস্য রাষ্ট্রই বিশ্বব্যাংকের সদস্য। আমরা ইইউ’র পক্ষ থেকে তাদের কাছে শেখ হাসিনার এই প্রস্তাবের কথা তুলে ধরবো।
উল্লেখ্য ল্যামবার্টের নেতৃত্বে ঢাকা সফরে আসা প্রতিনিধি দলটি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলে তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ইউরোপীয় ইউনিয়ন মনোনীত করতে পারে বলে মন্তব্য করেন।
ল্যামবার্ট সাংবাদিকদের বলেন, অধ্যাপক ইউনূস একজন যোগ্য ব্যক্তি। গ্রামীণ ব্যাংকের মতো বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। বিশ্বব্যাংকের শীর্ষ পদের জন্যও তিনি হয়তো যোগ্য হবেন।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন অসম্ভব নয়, তবে নির্বাচন পূর্ব সময়ে সরকারের প্রতিষ্ঠানগুলো ও দায়িত্বপ্রাপ্তদের ভ’মিকা কি হবে তা এখনি নির্ধারণ করতে হবে।
ল্যামবার্ট বলেন নির্বাচনের দুই তিন সপ্তাহে আগে নয় কাজটি এখনি করা প্রয়োজন। এলক্ষ্যে নির্বাচন কমিশন উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে একটি পদ্ধতি চ’ড়ান্ত করতে পারে।
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনা প্রসঙ্গে ল্যামবার্ট জানান, তত্তবাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবেন না তেমন কোনো মনোভাব দেখাননি তিনি।
তবে নির্বাচন একটি নির্দলীয় গ্রুপের মাধ্যমে হলে ভালো হবে বলে খালেদা জিয়া মতামত ব্যক্ত করেছেন বলে জানান তিনি।
সংসদেই আলোচনা করে বিষয়গুলোর সমাধান খোঁজা সম্ভব বলে মত দেন ল্যামবার্ট।