‘কালো টাকা সাদা করার সুযোগ বাতিল’

‘কালো টাকা সাদা করার সুযোগ বাতিল’

mohitsতীব্র সমালোচনা মুখে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটত্তোর সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ গভর্নর ড. আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান গোলাম হোসেন।

অর্থমন্ত্রী বলেন, গত অর্থবছরে ৩৪ কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে। আসলে কারো কালো টাকা থাকলে প্রকাশ করে না। অন্যভাবে ব্যবহার করে। ধরে নেন আজ থেকে কালো টাকা বাতিল হয়ে গেছে।

প্রসঙ্গত, গত ২০১৩-১৪ অর্থবছরে ৩টি খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছিল।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর