বিরোধপূর্ণ জলসীমায় দুই চীনা জাহাজ

বিরোধপূর্ণ জলসীমায় দুই চীনা জাহাজ

ship china2জাপান নিয়ন্ত্রিত পূর্ব চীনসাগরের বিরোধপূর্ণ জলসীমায় শুক্রবার চীনা দুটি জাহাজ ঢুকে পড়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেনকাকু দ্বীপপুঞ্জের একটি দ্বীপের কাছে জাহাজ দুটি অনুপ্রবেশ করে বলে জানায় জাপানী কোস্টগার্ড।

চীনে এ দ্বীপপুঞ্জটি দিয়াওইয়ুস নামে পরিচিত। চীন এর মালিকানা দাবি করে আসছে।

এএফপি পরিবেশিত খবরে বলা হয়, জি-৭ ভুক্ত দেশের নেতৃবৃন্দ আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে ভয় প্রদর্শন না করার জন্য সতর্ক করার পর এ ঘটনা ঘটল।

জাপানী কোস্টগার্ড জানায়, গ্রিনিচ মান সময় ০১০০টায় চীনের দুটি জাহাজ সেনকাকু দ্বীপপুঞ্জের একটি দ্বীপের বিরোধপূর্ণ জলসীমার ১২ ন্যটিক্যাল-মাইল ভেতরে ঢুকে পড়ে।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, দুটি জাহাজকে প্রথমে উওৎসুরিজিমা থেকে ২৭ কিলোমিটার পশ্চিমে দেখা গেছে। তবে পরে তারা জাপানী জলসীমায় প্রবেশ করে।

ব্রাসেলসে ৭ জাতির সংস্থার বৈঠকে পূর্ব ও দক্ষিণ চীন সাগরে যে কোন ধরনের শক্তি প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছে।

জি-৭ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানায়, আমরা পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চলমান উত্তেজনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

আন্তর্জাতিক