গ্রিক পুরাণের নায়ক হারকিউলিসকে নিয়ে কল্পকথাগুলো প্রায় আড়াই হাজার বছর পুরনো। তবে ডুয়েইন জনসন (দ্য রক) অভিনীত হলিউডি ‘হারকিউলিসের’ নতুন ট্রেইলার অনুযায়ী গল্পে গ্রিক পুরাণ অনুসরণের পাশাপাশি থাকছে নতুন অনেক মোড়।
সরাসরি গ্রিক পুরাণ অনুযায়ী গড়ে উঠেনি ‘হারকিউলিস’-এর প্লট। বরং চিত্রনাট্যের অনেকটাই লেখা হয়েছে ক্রিস বলসিন আর স্টিভ মুরের লেখা কমিক বুক ‘হারকিউলিস: দ্য থ্রেশিয়ান ওয়ার’ অবলম্বনে।
সিনেমাতে নিমিয়ান সিংহ, লার্নিয়ান হাইড্রা, ইরিমান্থিয়ান ভালুক আর নরকের প্রহরী সার্বারাসের সঙ্গে লড়বে এই গ্রিক নায়ক। তবে পুরাণের সঙ্গে সিনেমার সবচেয়ে বড় পার্থক্যটা হারকিউলিসের পরিবার নিয়ে। পুরাণে ঈর্ষাকাতর হেরার জাদুতে পাগল হয়ে নিজ হাতেই নিজের স্ত্রী-সন্তানকে খুন করেছিল হারকিউলিস। হলিউডি সিনেমার গল্প একেবারেই উল্টো। পরিবার হারানোর প্রতিশোধ নিতে বিধ্বংসী অভিযানে নামবে হারকিউলিস।
জনপ্রিয় কয়েকটি পৌরাণিক কাহিনীভিত্তিক হলিউডি সিনেমার নির্যাসও নাকি মিলবে হারকিউলিসে। ‘থ্রি হান্ড্রেড’-এর স্লো-মোশনের তরবারি লড়াই, ট্রয়ের যুদ্ধ আর এমনকিও গ্ল্যাডিয়েটরের কথাও মনে পড়ে যেতে পারে ডুয়েইন জনসেনর ‘হারকিউলিস’ দেখে।