চীনের রাষ্ট্রীয় কাজে নিষিদ্ধ উইন্ডোজ-৮

চীনের রাষ্ট্রীয় কাজে নিষিদ্ধ উইন্ডোজ-৮

windows8_chineউইন্ডোজ-৮ ব্যবহারের ফলে চীনের সাইবার নিরাপত্তা প্রবল হুমকির মুখে। চীনের সিসিটিভি এক জোড়ালো সমালোচনায় বলেছে উইন্ডোজ-৮ চীনা নাগরিকদের তথ্য দখল করে নিচ্ছে। খবরটি প্রকাশিত হওয়ার একদিনের মাথায় চীন সরকার রাষ্ট্রীয় সব কাজে উইন্ডোজ-৮ ব্যবহার নিষিদ্ধ করেছে।

ফোডান ইউনিভার্সিটির প্রফেসর ইয়াং মিন বলেছেন, উইন্ডোজ-৮ জাতির সাইবার নিরাপত্তাকে প্রশ্নের মুখোমুখি ফেলেছে। কেননা মাইক্রোসফট এখনো উইন্ডোজ-৮ এর সোর্স কোডকে চীনের কাছে উন্মুক্ত করে দেয়নি।

তিনি আরো বলেন, ব্যাবহারকারীর তথ্য সংরক্ষণের সুবিধার কথা চিন্তা করেই উইন্ডোজ-৮ কে ডিজাইন করা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, উইন্ডোজ-৮ একটি সহজ উপায় যার মাধ্যমে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA) দেশটির তথ্য সংগ্রহ করছে। চীন এনএসএ-র এই বহুদূরবিস্তৃত নজরদারীর জন্য কট্টর সমালোচনা করেছে।

চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর সদস্য নি গুয়াংনাম বলছেন, ‘একটি বড় তথ্য অনুসন্ধানে আপনার পরিচয়, একাউন্ট, পছন্দের বই, ফোন নাম্বার এই সবগুলোই খুব গুরুত্বপূর্ণ যা অনুসন্ধান করে অন্যান্য দেশকে নিয়ন্ত্রণ করার সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। সূত্র- বিবিসি।

আন্তর্জাতিক