চলচ্চিত্র উন্নয়ন বাজেট ৫ কোটি টাকা

চলচ্চিত্র উন্নয়ন বাজেট ৫ কোটি টাকা

budget14২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করেছের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবারের বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয় ২৫৭ কোটি টাকা এবং তথ্য মন্ত্রণালয় ৫৯২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কর্তৃক ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্রসমূহ সেন্সরের আধুনিক যন্ত্রপাতি স্থাপন। এফডিসিতে ডিজিটাল প্রযুক্তি পরিবর্তন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন।

বাজেটে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উন্নয়ন বাজেট ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। আর সংস্কৃতি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে সঙ্গীত ও নৃত্য সংগঠনগুলোকে সহায়তা প্রদান, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ, হাসন রাজা একাডেমী নির্মাণসহ আরো কিছু নির্মাণ কাজ।

বিনোদন