মোদীর প্রথম সফর ভুটানে

মোদীর প্রথম সফর ভুটানে

modi4ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর বাংলাদেশে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে মোদীর প্রথম রাষ্ট্রীয় সফরের স্থান হিসেবে ভুটানের নাম এসেছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের বন্ধুপ্রতিম দেশ ভুটান দিয়ে মোদী তার প্রথম সফর করবেন। সফরের বিষয়টি নিয়ে কাজ করতে একটি প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুতে যাবে।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির সফরের পরিকল্পনা লোকসভার চলতি অধিবেশন শেষেই চূড়ান্ত করা হতে পারে। সে হিসেবে এই মাসের তৃতীয় সপ্তাহেই ভুটান সফর হতে পারে।

এর আগে মোদীর প্রথম সফরের স্থান হিসেবে জাপান, বাংলাদেশ এবং নেপালের নাম শোনা গিয়েছিলো।

জাপান সফর বাদ পড়ার কোনো কারণ জানা না গেলেও ছিটমহল বিনিময় চুক্তি করাসহ বেশ কয়েকটি অমীমাংসিত বিষয়ের কারণে বাংলাদেশ সফর বাদ পড়ে।

এদিকে এ বছরের নভেম্বরের দিকে সার্ক শীর্ষ সম্মেলনের কারণে নেপাল যাওয়ার কথা আছে মোদীর। তাই নেপালও সফর তালিকা থেকে বাদ পড়ে যায়।

 

আন্তর্জাতিক