প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সফরকালে শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে চীনের ৫-৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
শুক্রবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং, চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) চেয়ারম্যান উ ঝেনসেংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়াও তিনি তার এই সফরকালে চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াংয়ের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।
শেখ হাসিনা চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের (সিসিপিআইটি) আয়োজনে চীন এবং বাংলাদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়নে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরামে ভাষণ দেবেন।
সরকারি সফরে বেইজিং যাওয়ার পথে শেখ হাসিনা শুক্রবার বিশেষ অতিথি হিসেবে ইউনান প্রদেশের গভর্নর লি জিহেংয়ের আমন্ত্রণে কুনমিংয়ে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়াও শেখ হাসিনা শনিবার চায়না-দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামের আয়োজনে এক সমাবেশে ভাষণ দেবেন। তিনি আগামী ১১ জুন পর্যন্ত চীন সফর করবেন।