২৫ হাজারের বেশি বাড়ি ভাড়া পরিশোধ ব্যাংকে

২৫ হাজারের বেশি বাড়ি ভাড়া পরিশোধ ব্যাংকে

muhittপ্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ২৫ হাজারে বেশি বাড়িভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বাড়ি ভাড়া ২৫ হাজার টাকার বেশি হলে ব্যাংকের মাধ্যমে তা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে মালিক সরাসরি ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় করতে পারবেন না। বাড়ি ভাড়া আদায়ের এ নিয়ম কার্যকর সরকারের রাজস্ব বাড়বে বলেও জানান অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত । এবারে বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।

এটি ৫ জানুয়ারির একতরফা নির্বাচন পরবর্তী বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট। ২০১৪-১৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেট  দেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং উচ্চবিলাসী বাজেট ।

দেশের ৪৪তম এ বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ।

বাংলাদেশ শীর্ষ খবর