নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়ান এমএইচ৩৭০ নয়া চাঞ্চল্যকর তথ্য অস্ট্রেলিয়ার গবেষকদের। রহস্যজনক নিখোঁজের সময় ভারতের দক্ষিণপ্রান্তে সমুদ্রের গভীর থেকে একটি নিম্ন মাত্রার সঙ্কেত পাওয়া গিয়েছিল বলে দাবি করেছেন গবেষক দলের সদস্যরা।
গত মার্চ মাসে সমুদ্রপথে পাক বন্দর-শহর করাচি থেকে থাইল্যান্ডের ফুকেতগামী জাহাজের এক বৃটিশ মহিলা ভারত মহাসাগরে একটি জ্বলন্ত বিমান ভেঙে পড়ার দৃশ্য দেখেছিলেন বলে জানিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী-সহ মধ্য আকাশ থেকে নিখোঁজ হয়ে গিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই বিমানটি। এরপরে কয়েক মাস কেটে গেলেও এখনও ওই বিমানের কোনও হদিশ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার নিখোঁজ এই মালয়েশিয়ান বিমান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার ওই গবেষকরা। তারা জানিয়েছেন, উপগ্রহের সঙ্গে এমএইচ৩৭০-এর সম্পর্ক ছিন্ন হওয়ার সময়কার দু’টি রহস্যজনক নয়েজ (শব্দ) যন্ত্রে ধরা পড়েছে। সমুদ্রের গভীরে এই শব্দের উৎসস্থল বলে তাদের অনুমান। অনুমান সত্যি হলে এর সূত্র ধরে নিখোঁজ বিমান রহস্য ভেদ করা সম্ভব হবে বলে আশাবাদী তারা।