পূর্ব ইউরোপে নিরাপত্তা জোরদারে একমত ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীরা

পূর্ব ইউরোপে নিরাপত্তা জোরদারে একমত ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীরা

ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীরা ইউক্রেনের সংকটের পরিপ্রেক্ষিতে পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে। ন্যাটো প্রধান আন্দ্রেস ফগ রাসমুসেন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের সংঘাত বেড়ে যাওয়াকে কেন্দ্র করে পরিবর্তিত নিরাপত্তা পরিবেশে দ্রুত সাড়া দেয়ার লক্ষ্যে প্রস্তুতি পরিকল্পনা তৈরিতে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীরা সম্মত হয়েছেন বলে জানান তিনি।image_84775_0

তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলোর সামগ্রিক প্রতিরক্ষা বৃদ্ধির বিষয়টি অব্যাহত রাখা হবে এবং বাল্টিক সাগর থেকে কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলগুলোতে আকাশ ও নৌপথে টহল বাড়ানো হবে। একই সঙ্গে আরো মহড়া ও প্রশিক্ষণও চলবে বলে জানান তিনি। এ পরিকল্পনার মধ্যে সদস্য দেশগুলোতে রসদ ও যন্ত্রপাতি আগেই মোতায়েন করা এবং সামরিক ক্ষমতা বাড়ানোর মতো পদক্ষেপ রয়েছে। এতে যে কোনো হুমকির মুখে ন্যাটোর সাড়া দেয়ার সময় দ্রুততর হবে বলে জানান হয়েছে।

আগামী সেপ্টেম্বরে বৃটেনে ন্যাটো নেতাদের বৈঠকে অনুমোদনের জন্য এ পরিকল্পনা পেশ করা হবে।

এ ছাড়া, পূর্ব ইউরোপের নিরাপত্তা খাতে একশ কোটি ডলার ব্যয়ের যে পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছেন তাকেও স্বাগত জানিয়েছেন রাসমুসেন।–আইআরআইবি।

আন্তর্জাতিক