লুকিয়ে ক্রিকেট খেলে ধরা খেলেন আশরাফুল

লুকিয়ে ক্রিকেট খেলে ধরা খেলেন আশরাফুল

asraful7fবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং কাণ্ডে দোষ কবুল করা ‘নিষিদ্ধ’ মোহাম্মদ আশরাফুল যুক্তরাষ্ট্রে  গিয়ে লুকিয়ে ক্রিকেট খেললেন। তাও মার্কিন ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টে। কিন্তু তার সে খেলা আর গোপন থাকেনি। ধরা খেয়ে গেছেন। আর বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অর্নিষ্টকালের জন্য নিষিদ্ধ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল আসরে স্পট ফিক্সিং কাণ্ডে নিজের দোষ স্বীকার করায় এই নিষেধাজ্ঞা পান তিনি। কিন্তু এই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই আন্তর্জাতিক আসরে ক্রিকেট খেলেছেন বাংলাদেশের লিটল মাস্টার।

সাম্প্রতিক সময়ে ইউএসএ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ২০ হাজার ডলার মূল্যমানের এলএ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন আশরাফুল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওই ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে আশরাফুলের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে ইউএসএ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মাসেলাস বেইলি বলেন, ‘আসরে কোনো নিষিদ্ধ ক্রিকেটার খেলার বিষয়টি আমি জানতাম না।’

সূত্র: ক্রিকইনফো।

 

খেলাধূলা