দেশের মাটিতে বিশ্বকাপ জিতবে ব্রাজিল। এমন স্বপ্নে বিভোর গোটা ব্রাজিলবাসী। স্বপ্ন বুনছেন সারা বিশ্বের ব্রাজিলভক্তরাও। কিন্তু বিশ্বকাপ জয়ের রাস্তাটা যে সহজ নয় তা সবারই জানা। আর সেই বিষয়টি সবচেয়ে ভাল জানেন ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ জেতানো কোচ লুইস ফিলিপ স্কোলারি। এবারও দেশের মাটিতে দলকে বিশ্বকাপ এনে দেয়ার গুরু দায়িত্ব তার কাঁধেই। তাই দলের দুর্বলতা নিয়ে ভয়টাও এটকু বেশী স্কলারির।
ফুটবলের টেকনিক্যাল জিনিয়াস লুইস ফিলিপ স্কলারির ভয় দলের রক্ষণভাগ নিয়ে। গত রোববার ব্রাজিলের প্রশিক্ষণ শিবির শেষে একদিনের ছুটি ঘোষণা করেছেন স্কলারি।
প্রশিক্ষণ পর্ব শেষে স্কলারি নিজের দলের দুর্বলতা নিয়ে খোলাখুলি আলোচনা করেন। আর সেই আলোচনায় উঠে আসে রক্ষণ নিয়ে তার দুশ্চিন্তার বিষয়টি। আর এসময় তিনি বলেন, ‘গত বছর ওয়েম্বেলিতে ব্রাজিল ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে। সে সময় দলের রক্ষণভাগে যে দুর্বলতা ছিল এখনও সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারিনি আমরা।’
তবে ব্রাজিল ভক্তদের মধ্যে যে তথ্যটা আরও বেশী ভয় জাগাবে তা হল সেই রক্ষণ দুর্বলতায় এখনও ভুগছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ বিষয়ে সাম্বা কিংসদের কোচ বলেন, ‘আমরা এক সপ্তাহব্যাপী একটি পরিকল্পনা সাজিয়েছি। আর এই পরিকল্পনা অনুযায়ী প্রতিটি কাজ সম্পন্ন করার আশা রাখি আমরা। রোববারের প্রশিক্ষণ শিবিরে দলের সবাই নিজেদের ঢেলে দিতে পারেনি। এতো দুর্বল রক্ষণভাগ নিয়ে বেশিদূর যাওয়া সম্ভব নয়। তবুও বিশ্বকাপে ভালো করার জন্য আমাদের প্রাণপন চেষ্টা করতে হবে।’