আমি কীভাবে মরব জানি না : শামীম ওসমান

আমি কীভাবে মরব জানি না : শামীম ওসমান

shamim_osmanনারায়ণগঞ্জ-৪ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামীম ওসমান গুলিতে তার মৃত্যু হতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করে বলেছেন ‘আমি কীভাবে মরব জানি না। গুলিতে, না স্বাভাবিক মৃত্যু হবে। জানি না কী হয়। তাই সবার কাছে আগাম ক্ষমা চাই।’

আজ মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের জাতীয় পার্টির সম্প্রতি মারা যাওয়া সংসদ সদস্য নাসিম ওসমানের ওপর শোক প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আল্লাহর রহমত যাদের ওপর আছে তারাই এই সংসদে এসেছেন। তিনি বলেন, তিনি বোমা হামলায় মরেননি; ‘এক্সটেনশন লাইফে’ আছেন।
এ সময় তিনি বলেন, আমাদের পরিবার রাজনৈতিক পরিস্থিতিতির শিকার।  আমার ভাই (নাসিম) একদিন আমাকে ডেকে বললেন শামীম শোনো, এই দেখো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটি কুরআন শরীফ উপহার দিয়েছেন। এ সময় তাকে অনেক উৎফুল্ল ও হাসিখুশি দেখাচ্ছিল।
শামীম ওসমান তার বক্তব্যে আরো বলেন, ‘আমার এই ভাইয়ের টাকা-পয়সার কোনো লোভ ছিল না। তিনি বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। দেশকে ভালোবাসতেন। দেশের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখতেন। বড়ই ভালো মানুষ ছিলেন তিনি।’
এতে আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, লতিফ সিদ্দিকী, মসিউর রহমান রাঙা, এ বি এম রুহুল আমিন হাওলাদার।
রাজনীতি