৩ বছর পেরিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধের সময়কাল। যে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরানোর জন্য লড়ে যাচ্ছেন বিদ্রোহীরা, সে তিনিই সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আরেকবার জয়ী হতে যাচ্ছেন। আর নিজেদের মধ্যে আন্তকোন্দলে জড়িয়ে মরছে বিদ্রোহীরা।
মঙ্গলবার সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে আসাদ প্রশাসন। তবে বসে নেই বিদ্রোহীরাও। আলেপ্পোয় নিজেদের নিয়ন্ত্রিত এলাকা থেকে হামলা করে যাচ্ছে তারা। গত তিনদিনের হামলায় এতে ৫৪ জনের মতো মানুষ নিহত হয়েছেন।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার আলেপ্পোয় বিদ্রোহীদের মর্টার হামলায় তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে তিনদিনে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।
অবজারভেটরি পরিচালক রামি আবদেল রাহমান জানিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় ফিরিয়ে আনার নির্বাচনকে উপলক্ষ করেই বিদ্রোহীরা হামলাগুলো করছে। এর আগে বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত এলাকায়ও নির্বাচন বানচাল করার হুমকি দেয়।
এদিকে সিরিয়ার সরকারি টিভি জানিয়েছে, হোমস প্রদেশে গাড়ি বোমা হামলায় ১০ জন নিহত হয়েছেন। ওই এলাকায় কয়েকদিন আগে সরকারি সেনারা কিছুটা অগ্রগতি অর্জন করেছিল।